Friday, October 25, 2013

সমস্যা সমাধানেই সফলতা

পৃথিবীর সকল সমস্যারই এক বা একাধিক সমাধান আছে। কিন্তু একটি সমস্যার সমাধান করতে হলে নিজেকে জানতে হবে এবং খুজে বের করতে হবে প্রকৃত সমস্যা কি এবং সমস্যা কাকে বলে।
সমস্যার কারণ, লক্ষন ও প্রতিকার নিয়ে যারা চিন্তা করেন মূলত তারাই সত্যিকারের সমস্যার কাছাকাছি পৌছে তার সমাধান বের করতে পারেন। আর যারা সমস্যাকে চিহ্নিত করতে ব্যর্থহন তারা বার বার সমস্যা সমাধানের জন্যে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন।
আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই কাজটি করেন। যারা সমস্যাকে বুঝতে পারেননা, তারাহুরো করে সমাধানে পৌছে যেতে চান, তারাই জীবনে ভুল করেন। যার মাশুল হয়তো তাকে সারা জীবন ধরে দিতে হয়।
মানুষের জীবনের সমস্ত কাজই ভেবেচিন্তে করতে হয়। কোন কাজ করলে কি হবে, না করলে কি হতো, কিভাবে করলে বেশি ভালো হয়, কাজটি করতে গিয়ে কি কি করতে হবে, কি কি থেকে বিরত থাকতে হবে ইত্যাদি কাজ করার আগেই চিন্তা করতে হয়।
আর যারা এক সকল চিন্তাভাবনা করে কাজ করেন, তাদের জীবনের বেশির ভাগ কাজই সফল হয়। 

No comments:

Post a Comment